kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

সস্ত্রীক করোনায় আক্রান্ত এমপি মিসবাহ

অনলাইন ডেস্ক   

২০ মার্চ, ২০২১ ১১:০৯ | পড়া যাবে ১ মিনিটেসস্ত্রীক করোনায় আক্রান্ত এমপি মিসবাহ

সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ ও তাঁর স্ত্রী। ফাইল ছবি।

সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ করোনায় আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে তাঁর স্ত্রীরও করোনা পজিটিভ এসেছে।

গত মঙ্গলবার (১৬ মার্চ) করোনার উপসর্গ নিয়ে নমুনা দেন পীর মিসবাহ ও তাঁর সহধর্মিণী। গতকাল শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সস্ত্রীক করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারেন তাঁরা।

সাংসদ মিসবাহ জানান, তিন দিন আগে হালকা জ্বর-সর্দি হলে করোনা সন্দেহে পরীক্ষার জন্য নমুনা দেন তিনি ও তাঁর স্ত্রী। গতকাল শুক্রবার (১৯ মার্চ)  সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। হালকা জ্বর-সর্দি থাকলেও শারীরিকভাবে অন্য কোনো জটিলতা নেই তাঁদের। স্ত্রী ও নিজের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। 

মন্তব্যসাতদিনের সেরা