ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে কয়েকশ মানুষ। এ ন্যাক্কারজনক ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে 'সম্প্রীতি বাংলাদেশ'।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তখন এ ধরণের অপতৎপরতা আমাদের উদ্বিগ্ন করে।আশার কথা,শাল্লার ঘটনায় প্রশাসন কঠোর অবস্থানে গেছে। এই ঘটনার সাথে জড়িতদের ‘কোনো ছাড় দেওয়া হবে না' বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। এই হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ।’
বিবৃতিতে বলা হয়, ‘হাজার বছর ধরে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ঐতিহ্য বহন করে চলেছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সেই সম্প্রীতি রক্ষায় সর্বধর্মের,সর্বক্ষেত্রে মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানায় 'সম্প্রীতি বাংলাদেশ'।’
বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল, অ্যারোমা দত্ত (এমপি),শ্যামলী নাসরিন চৌধুরী, মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলি শিকদার, প্রফেসর আঃ মান্নান, মাহফুজা খানম, শফিকুর রহমান (এম.পি ), বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, প্রফেসর কামরুল হাসান খান, মোঃ নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অবঃ) জন গোমেজ, ডাঃ উত্তম বড়ুয়া, আতিকুর রহমান (রাষ্ট্রদূত), ডঃ অসীম সরকার,ডঃ বিমান বড়ূয়া, মমতাজ উদ্দিন পাটোয়ারী, ডঃ আর,এম দেবনাথ, প্রফেসর আ,ব,ম ফারুক, ডাঃ নুজহাত চৌধুরী, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক মাসুম বিল্লাহ, অশোক বড়ূয়া, আলী হাবিব, হেলাল উদ্দিন, সাইফ আহমেদ, মাসুদ মহিউদ্দিন, বেলাল হোসাইন, মিহির কান্তি ঘোষাল, সলিমুল্লাহ সেলিম, ডাঃ সুনান বিন ইসলাম, সিদ্দিকুর রহমান, বিপ্লব কুমার পাল, তাপস হালদার, অনয় মুখার্জী, খোকন কুমার রায়, ধীমান রায়, এবং সৌমিত্র দেব।
মন্তব্য