kalerkantho

শনিবার । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮। ১২ জুন ২০২১। ৩০ শাওয়াল ১৪৪২

সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু

সিলেট-৩ আসন শুন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   

১৮ মার্চ, ২০২১ ১৭:৪৩ | পড়া যাবে ১ মিনিটেসিলেট-৩ আসন শুন্য ঘোষণা

ফাইল ফটো

সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মৃত্যুবরণ করায় দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। জাতীয় সংসদ সচিবালয় সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ১৫ মার্চ স্বাক্ষরিক আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬ ফাল্গন ১৪২৭/ ১১ মার্চ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনটি ওই দিনে শূন্য হয়েছে।’

উল্লেখ্য, সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মার্চ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদের সদস্য ছিলেন। আগামী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপ-নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্য-বাধকতা রয়েছে।সাতদিনের সেরা