kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন বিএফইউজে’র

অনলাইন ডেস্ক   

১৭ মার্চ, ২০২১ ১৫:৪১ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন বিএফইউজে’র

বিনম্র শ্রদ্ধায় ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

এ উপলক্ষে আজ বুধবার, ১৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালালের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, সাবেক মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ দীপ আজাদ, নির্বাহী পরিষদ সদস্য শেখ মামুনুর রশিদসহ নেতৃবৃন্দ।

বিকেলে বিএফইউজে কার্যালয়ে কেক কাটা হয় ও সারাদিন প্রেস ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা