kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পুলিশের গাড়ি

নিজস্ব প্রতিবেদক   

১৬ মার্চ, ২০২১ ১৮:০৪ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীতে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পুলিশের গাড়ি

রাজধানীর পোস্তগোলা এলাকায় শ্যামপুর থানার সামনে পুলিশের একটি গাড়ি ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, সোমবার রাতে পুলিশের গাড়িটি থানার সামনে পার্কিং করা ছিল। গাড়িটিতে তখন কেউ ছিল না। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে হঠাৎ গাড়িটির পেছনে এসে একটি ইট ভর্তি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় পুলিশের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর পরই ট্রাকচালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা হয়েছে। 

শ্যামপুর থানার ওসি মো. মফিজুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে খোজা হচ্ছে।’

পুলিশের এক কর্মকর্তা বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল। পুলিশের গাড়িটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে যদি পুলিশ সদস্যরা থাকতেন তা হলে বড় ধরনের প্রাণহানীর সম্ভাবনা ছিল। সাতদিনের সেরা