kalerkantho

শনিবার । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮। ১২ জুন ২০২১। ৩০ শাওয়াল ১৪৪২

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন

‘জ্বালানি ব্যবস্থায় ক্লিন এনার্জি বাড়াতে সরকার প্রণোদনা দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক   

১৫ মার্চ, ২০২১ ২১:৫৮ | পড়া যাবে ২ মিনিটে‘জ্বালানি ব্যবস্থায় ক্লিন এনার্জি বাড়াতে সরকার প্রণোদনা দিচ্ছে’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, 'বাংলাদেশের জ্বালানি ব্যবস্থায় ক্লিন এনার্জির অংশ বাড়াতে সরকার প্রণোদনা দিচ্ছে। সোলার হোম সিস্টেম প্রায় ৬ মিলিয়ন হওয়ার নেপথ্যে রয়েছে সরকারের বিশেষ প্রণোদনা।'

আজ সোমবার সপ্তম বার্লিন এনার্জি ট্রানজিশন সংলাপ-এর সাইড ইভেন্ট 'কার্বনমুক্ত ভবিষ্যতের জন্য কাঠামোগত পরিবর্তন' শীর্ষক ওয়েবিনারে প্যানেলিস্ট হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, 'নবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বছর ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা এবং সোলার রোডম্যাপ-২০৪১ প্রস্তুত করা হয়েছে। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান পর্যালোচনা করে গ্যাস ভিত্তিক ও নাবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেয়া হচ্ছে। পরিকল্পনায় আমদানিকৃত বিদ্যুতও বিশেষ অবদান রাখবে। ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ এখন আমদানি করা হচ্ছে। আগামীতে আমদানি আরো করা হতে পারে। নেপাল ও ভূটান থেকেও জলবিদ্যুৎ আমদানির বিষয়টি অনেকটা এগিয়ে রয়েছে।'

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, '২৪০০ মেগাওয়াট-এর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপিত হয়েছে। বিমসটেক, সাসেক, ডি-৮, সার্ক প্রভৃতি আঞ্চলিক, উপ-আঞ্চলিক সহযোগিতা ফোরামের মাধ্যমে আঞ্চলিক গ্রীড নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ বাণিজ্য প্রসারে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যকে গুরুতে দিয়ে বাংলাদেশের জ্বালানিখাতের পরিকল্পনা ও কৌশল গ্রহণ করে বাস্তবায়ন করা হচ্ছে।'

তিনি এসময় রূপকল্প-৪১ বাস্তবায়ন করে সমৃদ্ধ বাংলাদেশ রুপান্তরের কার্যক্রমে উন্নত দেশসমূহকে প্রযুক্তি ও অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

জার্মানীর উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড এর তহবিল কর্মসূচি বিভাগের প্রধান সান্দ্রা রেযারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে চিলির জ্বালানি মন্ত্রণালয়ের স্ট্রেট সেকরেটারি ফ্রান্সিস্কো জাভিয়ার ইউক্রেনের আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইভান লিউকেরিয়া, জার্মানীর ফেডারেল অর্থনৈতিক বিষয়ক ও জ্বালানি মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক আলরিচ বেন্টারবোচ ও ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভিবেক কুমার দেবাঙ্গান সংযুক্ত থেকে স্ব স্ব দেশের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা ও তার সার্বিক রুপান্তর নিয়ে আলোকপাত করেন।সাতদিনের সেরা