kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক বাজেট’ নিয়ে ভার্চুয়াল গোলটেবিল বৈঠক শুরু

অনলাইন ডেস্ক   

১৫ মার্চ, ২০২১ ১৫:২৩ | পড়া যাবে ২ মিনিটে‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক বাজেট’ নিয়ে ভার্চুয়াল গোলটেবিল বৈঠক শুরু

কালের কণ্ঠ ও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক বাজেট : বর্তমান প্রেক্ষিত ও সুপারিশ’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল বৈঠক শুরু হয়েছে। ভার্চুয়াল গোলটেবিল বৈঠকটি আজ সোমবার (১৫ মার্চ) বিকেল ৩টা থেকে শুরু হয়। 

ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে শুভেচ্ছা বক্তব্য দেবেন কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন। বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে অংশ নিচ্ছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুজ্জামান। 

বৈঠকে সেশন সভাপতি হিসেবে অংশগ্রহণ করছেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফ। প্রবন্ধ উপস্থাপন করছেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফিল্ড অপারেশন ম্যানেজার মো. রফিকুজ্জামান বিশ্বাস। সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার হিসেবে থাকছেন আরাফাত সুলতানা লতা।

ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে আলোচনা করবেন- সাইটসেভার্স ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, এনএফওডাব্লিউডির সভাপতি সাইদুল হক, সুইড বাংলাদেশের চেয়ারম্যান জহিরুল ইসলাম মামুন, একসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোল্লা আলবার্ট, বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের হেড অব প্রগ্রাম গোলাম ফারুক হামিম, এনসিডিডাব্লিউর সভাপতি নাছিমা আখতার, এনজিডিওর সভাপতি সুশান্ত কুমার দাস, প্রতিভা জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবুল কালাম আজাদ, পটুয়াখালী সদরের জৈনকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ ফিরোজ আলম, বগুড়ার শিবগঞ্জের গুজিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ সাবু, পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জার রহমান খান, জাগরণ প্রতিবন্ধী নারী পরিষদের সহসভাপতি মোসাম্মত্ ইয়াছমিন খাতুন এবং সংগ্রামী প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার সভাপতি শামীম আহম্মেদ।সাতদিনের সেরা