kalerkantho

শুক্রবার । ১০ বৈশাখ ১৪২৮। ২৩ এপ্রিল ২০২১। ১০ রমজান ১৪৪২

ফখরুল বললেন

জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয়

নিজস্ব প্রতিবেদক   

১০ মার্চ, ২০২১ ০৩:১২ | পড়া যাবে ২ মিনিটেজিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এক দিনে একজনের ভাষণে স্বাধীনতা আসেনি—এই কথাটাই আমরা বারবার বলতে চেয়েছি। আমাদের সেই বক্তব্যের পর সরকারপ্রধান ক্ষিপ্ত হয়ে অনেক কথা বলেছেন, যেটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। একজন মাত্র ব্যক্তির একক ঘোষণায়, তাঁর একক কথায় দেশ মুহূর্তের মধ্যে স্বাধীন হয়ে গেছে—তাদের এই বক্তব্য প্রতিষ্ঠিত করতেই এই মিথ্যাচার।’

ঐতিহাসিক ৯ মার্চ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে যুদ্ধ শুরু হতো না। প্রবাসী সরকার গঠন হওয়ার অনেক আগেই ৪ এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়ায় জিয়াউর রহমান, এম এ জি ওসমানীসহ সেক্টর কমান্ডাররা বৈঠক করে ন্যাশনাল কমান্ড ফর লিবারেশন ওয়ার তৈরি করে ফেলেন। আজ কোনো একজন (প্রধানমন্ত্রী) বললেন ২৫/২৬ মার্চ কী কী হয়েছে। এটা হাস্যকর ছাড়া কিছু নয়। কোনো নেতাকে ছোট বা বড় করতে চাই না। স্বাধীনতাসংগ্রামে যার যে অবদান তা ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে চাই।’

উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা ৭ই মার্চ পালন করায় আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। ৭ই মার্চের ভাষণের পর তৎকালীন নেতা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) নিজেও ৩২ নম্বর বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন—‘আমি ইমানসিপেশনের কথা বলেছি, মুক্তির কথা বলেছি। আমি কোনো রকমে প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্সের ঘোষণা দিইনি, স্বাধীনতার ঘোষণা দিইনি।’ অথচ সেদিন সরকারি এক প্রগ্রামে প্রধানমন্ত্রী বললেন, ৭ই মার্চের ঘোষণাই স্বাধীনতার ঘোষণা। আর গতকাল (সোমবার) তিনি আরেকটি তথ্য দিয়েছেন যে জিয়াউর রহমান ২৫ ও ২৬ মার্চ মানুষ হত্যা করেছেন।”

জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার বলেন, ‘মওলানা ভাসানী ৯ মার্চ পল্টন ময়দানের সমাবেশ থেকে ইয়াহিয়া খানকে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘একাত্তরের এই দিনে (৯ মার্চ) মওলানা আবদুল হামিদ খান জনসমক্ষে স্বাধীনতার বিষয়টি তুলে ধরা প্রথম ব্যক্তি।’

মন্তব্যসাতদিনের সেরা