kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

ইরোজ আহমেদের জানাজায় অংশ নিলেন ব্যারিস্টার তাপস

অনলাইন ডেস্ক   

৯ মার্চ, ২০২১ ১৫:৩৫ | পড়া যাবে ১ মিনিটেইরোজ আহমেদের জানাজায় অংশ নিলেন ব্যারিস্টার তাপস

ঢাকা মহানগর দক্ষিণের ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইরোজ আহমেদ শুভ্রর জানাজায় অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার বাদ জোহর পুরান ঢাকার তারা মসজিদে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস প্রয়াত ইরোজ আহমেদের জানাজায় অংশ নেন।

৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জনপ্রিয় ও বর্ষীয়ান এই নেতার জানাজায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসের সঙ্গে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা, বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।  

মন্তব্যসাতদিনের সেরা