kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

নারী দিবসে ঢাকায় মহিলা আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক   

৮ মার্চ, ২০২১ ১৯:২৬ | পড়া যাবে ১ মিনিটেনারী দিবসে ঢাকায় মহিলা আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মহিলা আওয়ামী লীগ। সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

এ সময় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি ধানমণ্ডি ৩২ নম্বরের সড়ক প্রদক্ষিণ করে। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মেহের আফরোজ চুমকি বলেন, আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি সংবিধানে নারীদের সমতা নিশ্চিত করেছেন। স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও বেগম রোকেয়ার মতো নারী জাগরণের অগ্রদূতদের।

মাহমুদা বেগম কৃক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীকে মর্যাদার আসনে প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন করে আজ সারা বিশ্বে প্রশংসিত।

মন্তব্যসাতদিনের সেরা