kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

'নিজেদের অধিকার রক্ষায় নারীদেরকেই সোচ্চার হতে হবে'

নিজস্ব প্রতিবেদক   

৮ মার্চ, ২০২১ ১৮:৫৫ | পড়া যাবে ১ মিনিটে'নিজেদের অধিকার রক্ষায় নারীদেরকেই সোচ্চার হতে হবে'

নিজেদের অধিকার রক্ষায় নারীদেরকেই সোচ্চার হতে হবে। তারা যে অন্যদের মতোই সক্রিয়ভাবে সব কাজে যোগ্য তা সবাইকে জানাতে হবে।

আজ সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলাবিজ্ঞান সমিতি ও ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি যৌথভাবে আয়োজিত আলোচনাসভায় বক্তারা এ কথা বলেন। ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিকের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সাবেক সংসদ সদস্য বিলকিছ জাহান শিরিন, দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলাবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক নুসরাত ফেরদৌস।

মন্তব্যসাতদিনের সেরা