kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

করোনা শনাক্তের বর্ষপূর্তির দিনে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

অনলাইন ডেস্ক   

৮ মার্চ, ২০২১ ১৭:১৫ | পড়া যাবে ১ মিনিটেকরোনা শনাক্তের বর্ষপূর্তির দিনে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৭৬ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৮৪৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন।

আজ সোমবার (৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ১১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন।

এর আগে গতকাল রবিবার (৭ মার্চ) দেশে আরো ৬০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১১ জন।

মন্তব্যসাতদিনের সেরা