kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

আন্তর্জাতিক নারী দিবসে স্পিকারকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক   

৮ মার্চ, ২০২১ ১৬:২৩ | পড়া যাবে ১ মিনিটেআন্তর্জাতিক নারী দিবসে স্পিকারকে শুভেচ্ছা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে তাঁকে এই শুভেচ্ছা জানানো হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমে সংসদ সদস্যদের পক্ষ থেকে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম শুভেচ্ছা জানান। এরপর সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সব শেষে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি এ কিউ এম জি কিবরিয়া মজুমদারের নেতৃত্বে ফোরামের সদস্যরা শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপসচিব (ট্রেনিং অ্যান্ড প্রিভিলেজ) এস এম মঞ্জুর, পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ, চিফ হুইপের একান্ত সচিব ও উপসচিব আব্দুল কাদের জিলানী এবং কর্মকর্তা-কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক আসিফ হাসান।

মন্তব্যসাতদিনের সেরা