kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতার বললেন

‘৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালির অনুপ্রেরণা’

নিজস্ব প্রতিবেদক   

৬ মার্চ, ২০২১ ১৯:৩৮ | পড়া যাবে ১ মিনিটে‘৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালির অনুপ্রেরণা’

ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ ৭ কোটি বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল বলে মন্তব্য করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। ৭ই মার্চ উপলক্ষে এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, সাবলীল এই ভাষণের দ্বারাই বাংলার কৃষক, শ্রমিক, ছাত্রসহ আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েছিল। ভাষণের গভীরতা, বিশালতা এবং আহ্বান তৎকালীন সময়ে যেমন মানুষকে উদ্বুদ্ধ করেছিল তেমনি বর্তমান প্রজন্মের জন্যও এটি একটি উৎসাহ ও অনুপ্রেরণার দলিল।

ড. নাছিম আখতার বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই বাঙালির মধ্যে স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে তুলেছিল। এ ভাষণ মুক্তিযুদ্ধের পটভূমির সারসংক্ষেপ। এই ভাষণেই রয়েছে অন্যায়ের প্রতিবাদ ও দাবি আদায়ের কৌশল। তাঁর ভাষণের সার্বজনীনতা, কৌশল এবং অন্তর্নিহিত বিষয়বস্তুর কারণেই এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হয়েছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক এ ভাষণ তরুণদের এগিয়ে যাওয়ার দীপ্তশক্তি হিসেবে কাজ করছে।

মন্তব্যসাতদিনের সেরা