রাজধানীর পৃথক দুই জায়গা থেকে আট কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুর ১টার দিকে আখাউড়া থেকে কমলাপুরগামী একটি ট্রেন বিমানবন্দর স্টেশনে থামলে ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজাসহ মিঠু মল্লিক (২৫) নামের এক যুবককে আটক করে রেলওয়ে থানা পুলিশ।
এর আগে সকালে কমলাপুর রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে চার কেজি গাঁজাসহ আরিফ (৩০) নামের আরেক যুবককে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের নামে মামলা হয়েছে।
মন্তব্য