kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

যুক্তরাষ্ট্রের নেতারা আলজাজিরা প্রসঙ্গ তোলেননি : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক   

১ মার্চ, ২০২১ ১৯:৪৭ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের নেতারা আলজাজিরা প্রসঙ্গ তোলেননি : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে সফরকালে দেশটির বিভিন্ন নেতার সঙ্গে আলাপ হলেও কেউই আলজাজিরার প্রতিবেদনের প্রসঙ্গ তোলেননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে নানা বিষয়ে আলাপ হয়েছে। তবে কেউই আলজাজিরার প্রতিবেদন প্রসঙ্গে কোনো কথা তোলেননি।

ড. মোমেন বলেন, 'ভয়েস অব আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ আরও দু-একটা টিভি এটা নিয়ে প্রশ্ন করেছে। আমরা বলেছি, আলজাজিরা একটা নাটক লিখেছে। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে যে, তা একেবারেই বেমানান।

উল্লেখ্য, তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ সোমবার ঢাকায় ফিরেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্তব্যসাতদিনের সেরা