kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

রেলের বুকিং ক্লার্কের কাছে মিলল কালোবাজারির ১১ টিকিট!

নিজস্ব প্রতিবেদক    

১ মার্চ, ২০২১ ১১:৫৫ | পড়া যাবে ১ মিনিটেরেলের বুকিং ক্লার্কের কাছে মিলল কালোবাজারির ১১ টিকিট!

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের তিন বুকিং ক্লার্কের কাছ থেকে কালোবাজারির ১১টি টিকিট জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকেই বহিষ্কার করা হয়েছে।

আজ রবিবার (১ মার্চ) এই টিকিট জব্দের ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। তবে বিমানবন্দর স্টেশন সূত্র জানায়, কোনো বুকিং ক্লার্ক একটি টিকিটও কেটে নিজের কাছে রাখতে পারেন না। বুকিং ক্লার্করা স্বীকার করেন বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তাঁরা টিকিটগুলো কেটে রেখেছিলেন।

তবে নাম প্রকাশ না করা শর্তে এক বুকিং ক্লার্ক বলেন, 'একজন যাত্রীই তো ৪টি টিকিট কাটতে পারেন। এখানে তিনজন ক্লার্কের কাছে মাত্র ১১টি টিকিট পাওয়া যাওয়া খুব আহামরি কিছু নয়।' 

মন্তব্যসাতদিনের সেরা