kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ'র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক   

২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০৪:১৭ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ'র শ্রদ্ধা

বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারগণের সমন্বয়ে গঠিত রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজের (আরএফইউ) পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। 

শুক্রবার সকালে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী-আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা