kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

দেশে ফিরলেন ফখরুল, গাড়িতে উঠলেন হুইল চেয়ারে চড়ে

অনলাইন ডেস্ক   

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ২১:০৪ | পড়া যাবে ১ মিনিটেদেশে ফিরলেন ফখরুল, গাড়িতে উঠলেন হুইল চেয়ারে চড়ে

চিকিৎসা শেষে সিঙ্গাপুরে যাওয়ার প্রায় এক মাস পর দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহ জালাল আন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি।

শাহজালাল বিমানবন্দরে নামার পর হুইল চেয়ারে চড়ে গাড়িতে ওঠেন ফখরুল। তার সঙ্গে থাকা স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন আরেকটি হুইল চেয়ারে। হুইল চেয়ারে বসেই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।

শরীরের অবস্থা কেমন প্রশ্ন করা হলে ফখরুল বলেন, ভালো না। আই অ্যাম সিক। আমি অসুস্থ, এখনো সুস্থ নই। সিঙ্গাপুরে ১৪দিন কোয়ারেন্টাইনে থেকে তারপরে ডাক্তারদের সঙ্গে দেখা করে সব পরীক্ষা-নিরীক্ষা করে ফিরছি।

গত ৩০ জানুয়ারি স্ত্রীকে নিয়ে চিকিতসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। সেখানে ফারার পার্ক হসপিটালে তার চিকিতসা হয়।সাতদিনের সেরা