kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

ইব্রাহিম খালেদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক   

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ২০:২৪ | পড়া যাবে ১ মিনিটেইব্রাহিম খালেদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এক শোক বার্তায়  ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

যুক্তরাষ্ট্রে সফররত পররাষ্ট্রমন্ত্রী শোক বার্তায় বলেন, খোন্দকার ইব্রাহিম খালেদ ছিলেন অত্যন্ত সৎ ও দৃঢ়চিত্তের অধিকারী। তাঁর মৃত্যুতে আমরা ব্যাংকিং ও আর্থিক সেক্টরের একজন বিশিষ্ট চিন্তাবিদকে হারালাম। তাঁর অবদান বাঙালি জাতি চিরকাল স্মরণ রাখবে।

মন্তব্যসাতদিনের সেরা