চট্টগ্রামের গৃহবধূ খালেদা বেগম সোনিয়াকে হত্যা মামলায় তার স্বামী মো. আনোয়ার হোসেন সুজনকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় ১২ সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষের আবেদনে মঙ্গলবার এ আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বুধবার এ তথ্য জানান।
মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের কোতোয়ালী থানার দামপাড়া ব্যাটারিগলির একটি বাড়িতে ২০০৮ সালের ২০ এপ্রিল সোনিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়। পুলিশ তদন্ত শেষে নিহতের স্বামীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এ মামলায় চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৫ সালের ৯ জুলাই সুজনকে মৃত্যুদণ্ড দেয়। এ রায় অনুমোদনের জন্য ওই আদালত থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। এছাড়া এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সুজন। উভয় আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট গত ২৪ জানুয়ারি সুজনকে খালাস দিয়ে রায় দেন।
মন্তব্য