মো. সায়েদুল ইসলাম।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেনকে সচিব পদে পদোন্নতির পর ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা উম্মুল হাছনাকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
মন্তব্য