kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

২১ ফেব্রুয়ারি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

অনলাইন ডেস্ক   

২০ ফেব্রুয়ারি, ২০২১ ২১:২১ | পড়া যাবে ১ মিনিটে২১ ফেব্রুয়ারি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

রবিবার (২১ ফেব্রুয়ারি) দেশের সব মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনের দিন শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রোববার সকাল ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একডেমি ও সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বিজ্ঞপ্তিতে মাতৃভাষা দিবসে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মন্তব্যসাতদিনের সেরা