kalerkantho

রবিবার । ১৫ ফাল্গুন ১৪২৭। ২৮ ফেব্রুয়ারি ২০২১। ১৫ রজব ১৪৪২

৯ মাস পর সর্বনিম্ন মৃত্যু পাঁচজন

নিজস্ব প্রতিবেদক   

১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৪০ | পড়া যাবে ১ মিনিটে৯ মাস পর সর্বনিম্ন মৃত্যু পাঁচজন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ৯ মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা এটি। এর আগে গত ৬ মে করোনায় সর্বনিম্ন তিনজনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল।  স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।

গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৪০৪ জন এবং সুস্থ হয়েছে ৪২২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন। এর মধ্যে মারা গেছে আট হাজার ২৫৬ জন এবং সুস্থ হয়েছে চার লাখ ৮৬ হাজার ৩৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৮২ শতাংশ এবং মোট শনাক্তের হার ১৪.১৩ শতাংশ। সুস্থতার হার ৯০.০৮ শতাংশ এবং মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী, যাদের মধ্যে ৫০ থেকে ৬০ বছরের দুজন এবং ষাটোর্ধ্ব তিনজন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের চারজন এবং চট্টগ্রামের একজন রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা