আলজাজিরায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে মোহাম্মদপুরবাসী।
আজ শুক্রবার বিকেলে মোহাম্মদপুরে নানক চত্বরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
অংশগ্রহণকারীরা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়া হয়। তারা আলজাজিরা চ্যানেলকে বয়কটের আহ্বান জানান।
কর্মসূচি পালনকালে অংশগ্রহণকারীরা বলেন, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে নিয়ে গণমাধ্যমটি মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
মন্তব্য