ফাইল ফটো
মুন্সিগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বৃহস্পতিবার স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান। ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি ওই দুই পৌরসভার নির্বাচন হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
ঘোষিত তফসিল অনুযায়ী মুন্সীগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি নির্বাচন। জয়পুরহাটের কালাই পৌরসভার ভোটার তালিকায় ৪শত জন মৃত ব্যক্তির নাম থাকায় এবং অনেকেই ভোটার তালিকা থেকে বাদ পড়ায় ওই পৌরসভার ৫ জন বাসিন্দা এবং সীমানা সংক্রান্ত জটিলতা ও ভোটার তালিকা হালনাগাদ না করায় মীর কাদিম পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়। এ রিট আবেদনে হাইকোর্ট তিনমাসের জন্য নির্বাচন স্থগিত করে দেন।
মন্তব্য