প্রতীকী ছবি
রাজধানীর কদমতলী পূর্ব জুরাইন এলাকায় ছুরিকাঘাতে জাকির হোসেন (৫০) নামে পুলিশের এক সোর্স খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুজিবর রহমান (৩২) নামে অপর একজন আহত হয়েছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব জুরাইন এলাকায় নবায়ন গলিতে এই ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় দুজনকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, নিহত জাকির স্ত্রী ও সন্তানদের নিয়ে রায়েরবাগ মদিনাবাগ এলাকায় থাকতেন। আহত ব্যক্তিও ওই এলাকার বাসিন্দা।
এ বিষয়ে কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ‘জাকির পুলিশের অনিয়মিত সোর্স ছিল। এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।’
জাকিরের সঙ্গে থাকা আহত মজিবুর জানান, জাকির কদমতলী থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। বুধবার ফোন পেয়ে আমি ও জাকির ভাই নবায়ন গলি এলাকায় যাই। যাওয়ার সঙ্গে সঙ্গে মাদক ব্যবসায়ী শুক্কুর, লিটন ও স্বপনসহ আরো অনেকে এলোপাতাড়ি আমাদের ছুরিকাঘাত করেন।
একপর্যায়ে পুলিশ আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও জাকিরকে বাঁচানো যায়নি। শুক্কুর ও লিটনের বিরুদ্ধে জাকির পুলিশকে মাদকের তথ্য দেওয়ার কারণে এমন হামলা হতে পারে।
মন্তব্য