kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন করল ঢাকা সিএমএইচ

অনলাইন ডেস্ক   

৬ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৪২ | পড়া যাবে ১ মিনিটেবিশ্ব ক্যান্সার দিবস উদযাপন করল ঢাকা সিএমএইচ

বিশ্ব ক্যান্সার দিবস-২০২১ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান আজ শনিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্যান্সার সেন্টারে অনুষ্ঠিত হয়।

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান ক্যান্সার যোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন। তিনি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয় এবং এর যথাযথ চিকিৎসার ওপর গুরুত্বারোপ করেন।

ক্যান্সারের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন এরকম ১৫ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্যান্সার নিয়েও কীভাবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায় এ বিষয়ে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন|

উল্লেখ্য কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতির মাঝেও ক্যান্সার সেন্টার এর প্রতিটি সদস্য নিরলসভাবে তাদের সেবা দিয়ে গেছেন।

ক্যান্সার সেন্টারের মেডিকেল অনকোলজি এবং রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান বিগত বছরে এ ক্যান্সার সেন্টারের কর্মকাণ্ড উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সিএমএইচের কমান্ড্যান্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা