kalerkantho

বুধবার । ৮ বৈশাখ ১৪২৮। ২১ এপ্রিল ২০২১। ৮ রমজান ১৪৪২

অসুস্থ বাবুনগরীকে দেখতে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক   

৩ ফেব্রুয়ারি, ২০২১ ২০:২১ | পড়া যাবে ১ মিনিটেঅসুস্থ বাবুনগরীকে দেখতে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

হাসপাতালে ভর্তি হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীকে দেখতে গেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বেসরকারি সিএসসিআর হাসপাতালে বাবুনগরীকে দেখতে যান ধর্ম প্রতিমন্ত্রী

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুর রহমান ফারুকী বলেন, প্রতিমন্ত্রী ইসলামী ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে চট্টগ্রামে এসেছিলেন। সেই প্রোগ্রাম শেষে বিকেল তিনটার দিকে উনাদের দু’জনের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও এসেছিলেন। শুধুমাত্র হেফাজতের আমিরের শারীরিক অবস্থা নিয়ে কথা হয়েছে। আর কোনো কথা হয়নি।

এ সময় প্রতিমন্ত্রী সাথে ছিলেন সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

মন্তব্যসাতদিনের সেরা