রাজধানীর মিরপুরে পরিস্থান পরিবহনের একটি বাসের চাপায় সামাদ শেখ (৩৮) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে মিরপুর সেকশন ১২ আধুনিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, আধুনিক হাসপাতালের সামনে রিকশাচালক সামাদ রিকশা চালিয়ে যাওয়ার সময় পরিস্থান পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সামাদের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে করা হচ্ছে বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি।
মন্তব্য