রাজধানীতে একাত্তর টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধরকে চাপা দেওয়া বাসের হেলপার মামুন হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। গোপাল সূত্রধরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের পাটগ্রামে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। তিনি ২০১১ থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এবং ২০১৪ থেকে ৭১ টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) মামুন হাওলাদারকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী জাহিদ হোসাইন রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে মামুন হাওলাদারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ জানুয়ারি মোটরসাইকেল আরোহী গোপাল সূত্রধর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে তিনি মারা যান।
মন্তব্য