তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত ভ্যাকসিন উপহার দিয়ে বন্ধুত্বের অনন্য উদাহরণ তৈরি করেছে। কিন্তু আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের মূল অ্যাজেন্ডা ভারতের বিরোধিতা করা।
আজ রবিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম বর্ষে পদার্পণ ও দেশপ্রেম দিবসে আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এ সময় ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, মহামারি করোনা মোকাবেলায় বাংলাদেশ এবং ভারত যেভাবে একসঙ্গে কাজ করেছে। একইভাবে ভবিষ্যতেও দুই দেশের মধ্যে এ সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য