সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই আইনজীবী।
এর আগে গত ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন।
দেবাশীষ ভট্টাচার্য ২০১৯ সালের ২১ জুলাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ওইসময় দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।
মন্তব্য