kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

পুনর্গঠিত হলো ৬ সংসদীয় স্থায়ী কমিটি

নিজস্ব প্রতিবেদক    

২০ জানুয়ারি, ২০২১ ১৫:৪৮ | পড়া যাবে ২ মিনিটেপুনর্গঠিত হলো ৬ সংসদীয় স্থায়ী কমিটি

জাতীয় সংসদের ছয়টি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে সংসদ তা গ্রহণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সম্প্রতি বিভিন্ন উপ-নির্বাচনে জয়ী নতুন সংসদ সদস্যদের সংসদীয় কমিটিতে জায়গা করে দিতে এসব কমিটি পুনর্গঠন করা হয়। একজন সংসদ সদস্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার কারণে তাঁর স্থলে অন্যদের সদস্য করা হয়েছে। এছাড়া আরো দুই/একজন সদস্যের রদবদল হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে সিরাজগঞ্জের সংসদ সদস্য তানভীর শাকিল জয়কে। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবীব হাসান, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন মানিকগঞ্জের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন রুমানা আলী,  সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন সংরিক্ষত আসনের শবনম জাহান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির নতুন সদস্য হয়েছেন সংরক্ষিত আসনের কানিজ ফাতেমা আহমেদ।

সংসদের প্রথম অধিবেশনের ১০ কার্যদিবসের মধ্যে সবকটি সংসদীয় কমিটি গঠন করে রেকর্ড করেছিল একাদশ জাতীয় সংসদ। এরপর কয়েকদফা বিভিন্ন সংসদীয় কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা