নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অন্তর্গত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন), যুগ্ম সচিব নাসির উদ্দিন আহমেদ (বিসিএস- ৮৫) আর নেই। শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাসির উদ্দিন আহমেদ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুইমেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
নাসির উদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
এছাড়া নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে ধর্ম সচিব মো: নূরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য