kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

আইআইসিসিআই বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরা এমডি

নিজস্ব প্রতিবেদক    

১২ জানুয়ারি, ২০২১ ০২:২১ | পড়া যাবে ২ মিনিটেআইআইসিসিআই বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরা এমডি

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর আইআইসিসিআই বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১-এ ভূষিত হন। আইআইসিসিআইয়ের উদ্যোগে গতকাল এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ছবি : কালের কণ্ঠ

ভারতীয় ব্যবসায়ীদের প্রভাবশালী সংগঠন ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইআইসিসিআই) বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

পুরস্কার গ্রহণ করে দেশের শীর্ষ এই শিল্পপতি বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে ভারত আমাদের পাশে ছিল, আগামীতেও পাশে থাকবে। একই সঙ্গে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আমরা এগিয়ে নিয়ে যাব।’

গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে আইআইসিসিআই বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন আইআইসিসিআই সভাপতি অতুল কুমার সাকসেনা।

এ ছাড়া এ পুরস্কারে ভূষিত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিক্রম কুমার দোরাইস্বামী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও আইআইসিসিআই পরিচালক টি কে পান্ডে।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ‘উন্নয়নের জন্য উভয় দেশ একসঙ্গে কাজ করছি। বিনিয়োগ আকর্ষণের জন্য সরকার এক শটি ইকোনমিক জোন প্রস্তুত করেছে। দুই দেশের যৌথ সম্পর্কে ব্যবসার সফলতা নির্ভর করে। করোনাকালেও অর্থনীতি সচল রাখতে পুরো ব্যবসায়ীসমাজ কাজ করছে।’

ভারতের হাইকমিশনার দোরাইস্বামী বলেন, ‘প্রযুক্তি, কর্মসংস্থান ও বিনিয়োগে ভর করে বাংলাদেশ-ভারত মৈত্রী দীর্ঘজীবী হবে। আধুনিক বাণিজ্যে কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমার বিশ্বাস, এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা বাড়বে।’

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘দুই দেশের মধ্যে বন্ধুত্ব থাকলে সকলেই নিরাপদ থাকে। সীমান্তে শান্তি বজায় থাকে। শান্তিপূর্ণ এ সম্পর্ক বজায় রাখতে আমাদের বন্ধুত্ব অটুট রয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতুল কুমার সাকসেনা। উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শামীম রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা সুকান্ত কাশারী সুমন প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা