kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

৪০ শতাংশ মহার্ঘ ভাতা চান তৃতীয় শ্রেণির কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক   

১১ ডিসেম্বর, ২০২০ ০১:১২ | পড়া যাবে ২ মিনিটে৪০ শতাংশ মহার্ঘ ভাতার পাশাপাশি স্থায়ী বেতন কমিশনের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। সমিতির নেতারা বলছেন, স্বল্প আয়ের কর্মচারীরা কঠিন অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। এ অবস্থার উত্তরণে নতুন জাতীয় বেতন কমিশন গঠন এবং কর্মচারীদের কাছে গ্রহণযোগ্য একটি বেতন কাঠামো জরুরি বলে মনে করেন তাঁরা।

বৃহস্পতিবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ইব্রাহিম খলিল ও মহাসচিব মো. ওবায়দুল হকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে ৯ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো অবিলম্বে স্থায়ী বেতন কমিশন গঠন, বৈষম্য নিরসনে অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী এবং সমপদের কর্মচারীদের সচিবালয়ের অনুরূপ দ্বিতীয় শ্রেণির বেতন স্কেল প্রদান এবং পদোন্নতির ব্যবস্থা করা। এ ছাড়া ১১-২০ গ্রেডের জনবলের বিদ্যমান বেতন বৈষম্য নিরসনকল্পে ও বেতন কাঠামো আরো সুবিন্যস্ত করার লক্ষ্যে গ্রেড কমিয়ে পাঁচটিতে রূপান্তর করা, নন-গেজেটেড কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগবিধি প্রবর্তন এবং একই পদ ও কাজে ভিন্ন ভিন্ন স্কেল বাতিল করা, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদের তফসিলিভুক্ত করে ঝুঁকি ভাতা প্রদান এবং আইএলও কনভেনশন অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান। 

মন্তব্যসাতদিনের সেরা