kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক   

৪ ডিসেম্বর, ২০২০ ২০:২৪ | পড়া যাবে ১ মিনিটেনির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবকের মৃত্যু

ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ইয়ামীন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামীন যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় থাকেন। ইয়ামীন মোটর মেকানিকের কাজ করতেন। ইয়ামীনের বাবার নাম ওয়াজ উদ্দিন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুরের দিকে মৃধাবাড়ী এলাকায় চাচাতো বোনের বাসায় দাওয়াত খেতে আসেন। বোনের বাসা থেকে বের হয়ে এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশে বসে কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ইয়ামীন। এ সময় হঠাৎ বাউন্ডারি দেয়ালের কিছু অংশ ভেঙে ইয়ামীনের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

ইয়ামীনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা