kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

মতিঝিলে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক   

৪ ডিসেম্বর, ২০২০ ১৬:৪৪ | পড়া যাবে ১ মিনিটেমতিঝিলে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু

মতিঝিলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম নুসাইবা আক্তার। আজ শুক্রবার সকাল ৯টার দিকে জীবন বীমা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে চারজন আহত হয়েছেন। তারা হলেন নিহত শিশুটির ভাই জাকির হোসেন (২৩), জাকিরের স্ত্রী শিউলী আক্তার (১৯), নানী রওশন আরা (৬৫) এবং ওই অটোরিকশার চালক। তাদের আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লা বলেন, পরিবারটি দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় থাকে। সকালে তারা অটোরিকশায় করে যাচ্ছিল। মতিঝিলে জীবন বীমা কার্যালয়ের সামনে একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। পরে চালক ও যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নুসাইবাকে মৃত ঘোষণা করেন। 

মন্তব্যসাতদিনের সেরা