kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক   

৪ ডিসেম্বর, ২০২০ ১৫:২৬ | পড়া যাবে ১ মিনিটেনুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) নুরুল ইসলাম নাহিদ নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনার লক্ষণ অনুভূত হলে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তিনি নমুনা পরীক্ষা করান। শুক্রবার তিনি জানতে পারেন তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। এখন তিনি বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে নুরুল ইসলাম নাহিদ সবার দোয়া চেয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা