kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

আওয়ামী লীগের প্রার্থী বাছাই

বেলকুচি পৌরসভায় দলীয় ভোটে প্রথম হলেন রেজা

নিজস্ব প্রতিবেদক   

৪ ডিসেম্বর, ২০২০ ০১:০১ | পড়া যাবে ২ মিনিটেবেলকুচি পৌরসভায় দলীয় ভোটে প্রথম হলেন রেজা

সাজ্জাদুল হক রেজা

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধিদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বেলকুচি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা প্রথম হয়েছেন।

প্রার্থী বাছাই করতে আওয়ামী লীগের বেলকুচি পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ভোট দেন। ছয়জন নেতা দলীয় মনোনয়ন চান। ভোটগ্রহণ শেষে দেখা যায়, সাজ্জাদুল হক রেজা পেয়েছেন ৩৬ ভোট, বর্তমান মেয়র ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী পেয়েছেন ৩২ ভোট। অন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ৫, সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রামানিক ২, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খাঁন এক ও যুবলীগের সাবেক নেতা জিয়া আকন্দ শূন্য ভোট পেয়েছেন।

ভোটের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি শাজাহান আলী প্রামানিকের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শামসুজ্জামান আলো, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।

আওয়ামী লীগের তৃণমূলের এই সিদ্ধান্ত দলীয় রেজুলেশন আকারে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে। 

মন্তব্যসাতদিনের সেরা