বিশ্বের অনেক দেশেই গুগলে রেলের তথ্য দেখানো হয়। তবে বাংলাদেশে প্রথমবারের মতো গুগল ম্যাপে দেখা যাচ্ছে আন্তঃনগর এবং কমিউটার ট্রেনগুলোর সময়সূচি। বিষয়টি নিয়ে যাত্রীমহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সোশ্যাল সাইটে এ নিয়ে চলছে শোরগোল। দুটি স্থান বা দুটি স্টেশনের মাঝে যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেনের নামগুলো দেখানো হচ্ছে।
গুগল ম্যাপে গিয়ে নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করে 'ডিরেকশন' চাইলে পাবলিক ট্রান্সপোর্ট বাসের পাশাপাশি ট্রেনও দেখানো হয়। যেমন আপনি যদি ময়মনসিংহ থেকে ঢাকা রুটে যাতায়াত করতে চান, তখন গুগল আপনাকে ওই রুটে চলাচলকারী ট্রেনগুলোর নাম, যাত্রার সময় এবং গন্তব্যে পৌঁছার সময় জানিয়ে দেবে। এছাড়া নির্দিষ্ট তারিখ দিয়েও সেদিনের ট্রেন চলাচলের সূচি আপনি পেয়ে যাবেন।
বাংলাদেশ রেলওয়ে প্রযুক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। পার্শ্ববর্তী দেশ ভারত এমনকী পাকিস্তানের মতো দেশেও লাইভ রেল ট্র্যাকিংয়ের সিস্টেম আছে। বাংলাদেশ এখনো পড়ে আছে বেশি টাকার এসএমএস সিস্টেমে। যদিও রেলঅ্যাপ এবং ওয়েবসাইট ডেভলপ করায় অনেক যাত্রী উপকার হচ্ছে। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে। তবে সেই টিকিট চেক করার পদ্ধতি থেকে গেছে মান্ধাতা আমলেই।
মন্তব্য