kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

ভাস্কর্য ইস্যু ঘোলাটে করছে একটি শ্রেণি : মামুনুল হক

অনলাইন ডেস্ক   

৩ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৪ | পড়া যাবে ১ মিনিটেভাস্কর্য ইস্যু ঘোলাটে করছে একটি শ্রেণি : মামুনুল হক

খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, ভাস্কর্য ইস্যু ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে একশ্রেণির লোক উঠেপড়ে লেগেছে। ইসলামে ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নেই। সব অপশক্তি মোকাবিলা করে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে।

গতকাল বুধবার পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলনা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মুহাম্মদ উবায়দুর রহমান প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা