জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজেই এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
জামায়াতের আমির তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর একান্ত ইচ্ছায় আমার কভিড-১৯ পজিটিভ। গত আট দিন শরীরে সামান্য পরিবর্তন লক্ষ করছিলাম। গতকাল কভিড-১৯ টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজ টেস্টের রেজাল্ট পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ইচ্ছায় তা পজিটিভ এসেছে। আল্লাহ তায়ালার কাছে আরজ করি, এটি যেন আমার গুনাহখাতা থেকে ক্ষমা পাওয়ার অছিলা হয়। আপনাদের সবার কাছে দোয়া চাই।’
মন্তব্য