ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, মহাখালী ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমানের (হবি কমিশনার) প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার।
গত বছরের ১ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবর স্থান জামে মসজিদে বাদ জোহর এবং মহাখালী গাউছুল আজম জামে মসজিদে বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য আত্মীয়-স্বজনসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মরহুমের পরিবার।
মন্তব্য