kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

আলী যাকেরের মৃতুতে ডেপুটি স্পিকারের শোক

অনলাইন ডেস্ক   

২৭ নভেম্বর, ২০২০ ১৪:৪৩ | পড়া যাবে ১ মিনিটেআলী যাকেরের মৃতুতে ডেপুটি স্পিকারের শোক

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

আজ শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, আলী যাকের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ছিলেন। দেশের গুণী ও বর্ষীয়ান এই অভিনেতা মুক্তিযুদ্ধের পরে আরণ্যক নাট্যদলে যোগদানের মাধ্যমে অভিনয়ের সঙ্গে যুক্ত হন। মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয়কারী জনপ্রিয় এ অভিনেতা সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন। দেশের শিল্প ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে তিনি আমৃত্যু একনিষ্ঠ অবদান রেখেছেন। এই কৃতি ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল - যা সহজে পূরণ হবার নয়।

অনুরূপ এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো.  শামসুল হক টুকু প্রয়াত আলী যাকেরের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা