করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রাণ হারালেন শিখা প্রকাশনীর সত্বাধিকারী প্রকাশক নজরুল ইসলাম বাহার। গতকাল বুধবার রাত ৯টা ৩৭ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
করোনা আক্রান্ত হয়ে তাঁর স্ত্রী শামীম আরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রকাশক বাহারের ছেলে কাজী নাফিজুল ইসলাম সাব্বির এ তথ্য নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম বাহারের নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল ১০টায় পুরান ঢাকার গেন্ডারিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
নজরুল ইসলাম বাহার করোনা আক্রান্ত হয়ে গত ১৪ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে করোনায় তিনজন প্রকাশক মারা গেলেন। এর আগে সন্দেশ প্রকাশনীর লুৎফর রহমান চৌধুরী ও সুবর্ণ প্রকাশের আহমেদ মাহফুজুল হক মারা গেছেন।
মন্তব্য