স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। হাসপাতালের সাবেক পরিচালক ও বর্তমান পরিচালকসহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা জানাযায় অংশগ্রহণ করেন। হাসপাতালের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা হাফেজ শহিদ আব্দুল কাদের ইমামতিতে জানাজা সম্পন্ন হয়।
জানাজা শেষে স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্য রওনা হন।
এর আগে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ নাজমুল হক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তিনি তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সকলের উদ্দেশ্যে সচেতন হওয়া, স্বাস্থ্য বিধি মেনে চলা ও মাস্ক পরিধানের জন্য আহবান জানান।
উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
মন্তব্য