প্রতীকী ছবি।
করোনা মহামারির প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে জীবন বীমা কর্পোরেশনে নিয়োগ পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছে সরকারের অর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল হক মারুফ স্বাক্ষরিত নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কেভিড-১৯ প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে জীবন বীমা কর্পোরেশনের চলমান নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, জীবন বীমা কর্পোরেশন ১০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা শুরু হয় ১ নভেম্বর, যা ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
মন্তব্য