রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের বিহারী পট্টি জহুরি মহল্লার পাশে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কয়েকটি টিনশেড ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জিয়াউর রহমান বিষয়টি জানিয়ে বলেন, এখনো আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মন্তব্য